নেত্রকোনা প্রতিনিধি:
সিলেট আইন মহাবিদ্যালয় (সিলেট ল’ কলেজ) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মো. ইমন উদ্দিন।
২০ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৪৬ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান ইমন।
এমন সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ।
ইমন উদ্দিন ছোটবেলা থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে। পিতা মো. মুসলিম উদ্দিনও ছিলেন বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বড় ভাই মো. সিরাজুল ইসলাম (বাচ্চু) বর্তমানে পোগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাভোগও করেছেন। অপর ভাই মো. রায়হান ইসলাম শিক্ষানবিশ আইনজীবী, যিনি সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়।
চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ইমন উদ্দিন। দায়িত্ব পেয়ে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
