নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি ঘনিষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বার অ্যাসোসিয়েশনের ও বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকন।
এছাড়া বিক্ষোভে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি, গুজব ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে গণমানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশের গণতন্ত্রকামী জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে।”
সমাবেশের শেষভাগে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান। তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।