রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৪ লিটার সয়াবিন তেলসহ রেজাউল ইসলাম (২৭) নামে এক চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রেজাউল ইসলাম উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে খাটোবাবুর ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে লোহাচুড়িয়া বাজারের এক মুদির দোকান থেকে ১৪ লিটার সয়াবিন তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় সিম্বা বাজারে নৈশ্য প্রহরীর হাতে ধরা পড়েন রেজাউল। পরে ওই নৈশ্যপ্রহরী বিষয়টি থানা পুলিশকে জানালে তেলসহ পুলিশ রেজাউলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে দোকান মালিককের করা মামলায় রেজাউলকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আর চুরি যাওয়া তেল দোকান মালিককের কাছে হস্তান্তর করা হয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited