কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে।
জানা গেছে আজ রবিবার সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া সদর থানার আড়ুয়াপাড়ায় ও হরি শংকরপুরের অভিযান চালিয়ে মোহাম্মদ সোবহান এর পুত্র মোস্তফা (৫০) ও মুংলা শেখের পুত্র মাহামুদ শেখ (৩৮) কে মাদক সহ আটক করে ঈশিতা আক্তার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির করলে মাদক ব্যবসায়ী মোস্তফা ও মাহমুদ শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ তাদেরকে অর্থ দণ্ড সহ বিভিন্ন মেয়াদে দণ্ডে দণ্ডিত করেন। পরে তাদেরকে কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন বলেন এই অভিযান চলমান থাকবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited