,
লংগদু(রাঙ্গামাটি) প্রতিনিধি ঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন কর্তৃক গুলশাখালী চৌমুহনীতে বিশেষ অভিযান পরিচালনা করে সেগুন গোল কাট জব্দ করে।
রবিবার (৩০ জুলাই) রাত ১০টায় রাজনগর জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় হাবিলদার মো: জাহিদুল আজাদ এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চৌমুহনী বাজার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৪০ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। উক্ত গোলকাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার বলেন, অবৈধ কাঠ সহ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited