এন আর ডি ডেস্ক নিউজ ঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় ঐ কিশোরী শান্তিগঞ্জ উপজেলার ৮নং পাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাথারিয়া গ্রামের মড়ল বাড়ীর ইসরাইল মিয়ার মেয়ে সাজনা বেগম (১৭) নিহত কিশোরী সুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে সাজনা বেগম (১৭) নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, এই কিশোরী সাজনা বেগম(১৭)শুক্রবার রাতে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় সে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোরে সাজনা বেগম(১৭)কে তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পথচারীরা একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিক তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ কিশোরীর লাশটি উদ্ধার করেন। কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খালেদ আহমদ ও দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদির হোসেন সহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপাারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই কিশোরীর বস্তাবন্দি লাশের ঘটনার মোটিভ কি এটা পরিকল্পিত হত্যাকান্ড কিনা তার উদঘাটনে পুলিশের একটি টিম কাজ করছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited