নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নাহিদ কাজি কে তার নিজ গ্রাম বয়রা থেকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
এলাকা বাসী সুত্রে জানা যায় বয়রা গ্রামের আধিপথ্য বিস্তার কে কেন্দ্র করে ৩ জুলাই সোমবার সকালে নাহিদ কাজির উপর এই সন্ত্রাসী হামলা চালিয়ে নাহিদ কাজী কে গুরুতর যখম করে, এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে বর্তমানে সে খুলনা চিকিৎসাধীন আছে,
নাহিদ কাজীর বড় ভাই ওহিদ কাজী জানান আমার ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সে আওয়ামী পরিবারের সন্তান তার উপরে বিএনপি’র ইউনিয়ন সভাপতি পারভেজ কাজি নিজে হামলা চালিয়েছে, আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি।
পরবর্তীতে এ ঘটনা ছড়িয়ে পড়লে নাহিদ কাজী সমর্থক গ্রুপ প্রতিপক্ষ গ্রুপের উপর হামলা চালাই,
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সংগে মুঠোফোনে কথা তিনি জানান এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিবেশ এখন শান্ত। আহতের পরিবার মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited