এন আর ডি ডেস্ক নিউজ ঃ
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছে ইহুদি দখলদাররা। শনিবার (২৪ জুন) রাতের ঐ নাশকতায় কোনো হতাহতের খবর না মিললেও পুড়ে গেছে দুটি বাড়ি। খবর রয়টার্সের।
পাল্টাপাল্টি সংঘাতে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনারা মাঠে নামলে; দু’পক্ষের সহিংসতার মাঝে পড়ে। এর কয়েক ঘণ্টা আগেই কালান্দিয়া সামরিক চেকপোস্টের কাছে গুলি ছোড়েন স্বাধীনতাকামী এক ফিলিস্তিনি। যাতে আহত হন পাহারায় থাকা দুই ইসরায়েলি সেনা।
তবে পাল্টা অভিযানে প্রাণ যায় ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণের। তাকে কাফর আকাব হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানায়- আল আকসা মার্টায়ার্স ব্রিগেডের সদস্য তিনি। গেলো কয়েক দিনে, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে ১৫ ফিলিস্তিনির। আহত শতাধিক মানুষ











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited