আন্তর্জাতিক ডেস্ক:: পায়ে হেঁটে হজ পালনে যাওয়ার স্বপ্ন পূরণ করলেন মুহাম্মদ শফিক।পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়েছিলেন তিনি।তবুও হেঁটে হজে যাওয়ার স্বপ্ন শেষ হতে দেননি।
ক্রাচে ভর দিয়ে সৌদি আরব পৌঁছাতে পেরেছেন ৪৩ বছর বয়সী এই ব্যক্তি। এক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে দৃঢ়তা, অধ্যাবসায় ও সাহসিকতা।
এ বিষয়ে মুহাম্মদ শফিক বলেন, পা হারানোর পর হজযাত্রার জন্য আমার উৎসাহ, আশাবাদ ও দৃঢ়তা বেড়ে যায়। ক্রাচে হেলান দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। আল্লাহর ডাকে এক পায়ে হেঁটে পাকিস্তান থেকে সৌদি আরব এসেছি।
উল্লেখ্য, মুহাম্মদ শফিক ৩০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় বাম পা হারান। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা তার হজ পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে হজের জন্য অর্থ জমান তিনি। হজ পালন করার সেই স্বপ্ন পূরণের পথে তিনি।-সৌদি গেজেট
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited