আন্তজার্তিক ডেস্ক: কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা-মেয়ের। বিদ্যুৎস্পৃষ্ট জামাইকে বাঁচাতে গিয়েছিলেন শ্বাশুড়ি। তাদের শক খেতে দেখে এগিয়ে যান মেয়ে। শেষমেশ বিদ্যুতের তীব্র প্রবাহে মৃত্যু হয় মা-মেয়ের। তবে জামাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ৩৭/২ডি একবালপুরের লেনে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের নাম মুনতাহা বেগম (৬৪) ও খাইরুলন্নেসা।
স্থানীয় সূত্রে খবর, একবালপুর লেনের বাসিন্দা ইজহার আখতার। স্ত্রী খায়রুলন্নেসার সঙ্গে শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি।
এদিন সকালে নিজের বাড়ির দেওয়াল থেকে ঝুলতে থাকা একটি লোহার তারে ভিজে জামাকাপড় মেলতে যান ইজহার। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। জামাইকে ওই অবস্থায় দেখে ছুটে যান বছর চৌষট্টির মুন্তাহা বেগম। তড়িদাহত হন তিনিও। আর মাকে তারে ঝুলতে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিলেন মেয়েও। তারও একই অবস্থা হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন। কোনও রকমে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ইজহারকে পাঠানো হয় স্থানীয় এক নার্সিংহোমে। মুন্তাহা বেগম ও খায়রুলন্নেসাকে পাঠানো হয় এসএসকেএমে। চিকিৎসকরা তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।









সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited