একটি দুটি নয়, ৫৫০ জন সন্তানের জনক হয়ে আলোচনার সৃষ্টি করেছেন নেদারল্যান্ডসের জোনাথান জ্যাকব মাইজার। অসম্ভব এই কাজটিই তিনি করেছেন স্পার্ম ডোনেট করে। তবে এবার শুক্রাণু ডোনেশনে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদার্যালেন্ডসের একটি আদালত। শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির আদালত এ আদেশ জারি করে।
আদালতের রায়ে বলা হয়েছে, আবারও শুক্রাণু ডোনেটের চেষ্টা করলে তাকে এক লাখ ইউরো জরিমানার মুখে পড়তে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা!
স্পার্ম ডোনেশন নিয়ে মিথ্যা বলে সন্তান প্রত্যাশী যুগলদের কাছে নিজের স্পার্ম ডোনেট করে যাচ্ছিলেন তিনি। ২০০৭ সালে স্পার্ম ডোনেশন শুরু করেন মাইজার। প্রায় ৫৫০ থেকে ৬০০ সন্তানের জন্ম হয় তার স্পার্মে। ২০১৭ সালে ডাচ ক্লিনিকগুলো তার ওপর নিষেধাজ্ঞা জারির পরও দমাতে পারেনি তাকে। তারপরও অনলাইনের মাধ্যমে বিদেশে স্পার্ম ব্যবসা শুরু করেন তিনি। ১২ জনের বেশি নারীকে স্পার্ম দেওয়া কিংবা ২৫ এর বেশি সন্তানের পিতা হওয়ার নিয়ম নেই দেশটিতে।
সূত্র: স্কাই নিউজ ও এনডিটিভি











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited