আন্তর্জাতিক ডেস্ক: ম্যাক্সিকোতে অস্ত্রধারীরা এক ব্যক্তি এক শিশুসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে। শনিবার মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের ৬৫ কিলোমিটার দূরের ছোট শহর করটাজারের একটি রিসোর্টে এই ঘটনা ঘটে। রয়টার্স।
নিহতদের মধ্যে রয়েছে ৭ বছর বয়সী এক শিশু। বাকিদের তিনজন পুরুষ ও তিনজন নারী। করটাজারের স্থানীয় নিরাপত্তা বিভাগ এই তথ্য জানিয়েছে। লা পামা নামের ওই রিসোর্টে এক ব্যক্তি গুরুতর আহত হন।
করটাজার নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে বলছে, হামলার পর হামলাকারীরা পালিয়েছে। পালানোর আগে তারা নিরাপত্তা ক্যামেরা ও মনিটর নিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, বন্দুকধারীরা ওই রিসোর্টের পুলে এসে গুলি করতে শুরু করে। শনিবার স্থানীয় সময় সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
পৌর সরকার এক বিবৃতিতে জানায়, হামলার পর স্থানীয় নিরাপত্তা বাহিনী এসে দেখতে পায়, মরদেহগুলো পড়ে রয়েছে।
সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited