সেঞ্চুরির কাছাকাছি এসেও আউট হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু মুশফিকুর রহিম সেই ভুল করেননি। তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরি। এটি ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তার।বুধবার সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম দিনে আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে যায় বাংলাদেশ।দ্বিতীয় দিনে এসে দেখা যায় সেঞ্চুরির পেলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। তিনি ১৩৫ বল থেকে নিজের দশম টেস্ট সেঞ্চুরি করেন। সেঞ্চুরি হাঁকানো ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন এই তারকা ক্রিকেটার। ৫৫ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৪৭ রানের লিড নিয়ে নিয়েছে এবং ব্যাটিং করছে।
প্রথম দিনে শূন্য রানে আউট হয়ে যান হন নাজমুল হোসেন শান্ত। আর মাত্র ২১ করে ফিরে যান তামিম ইকবাল। দ্বিতীয় দিনের শুরুতেই আউট ১৭ রান করা মুমিনুল হক। এই মুহূর্তে মুশফিকের সঙ্গে উইকেটে আছেন লিটন দাস।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited