বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট। তিনি তার এক ফেসবুক পোস্টে এই ধন্যবাদ জানিয়ে লিখেন, বাংলাদেশে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করায় দেশটির পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। একই সঙ্গে আব্দুল্লাহ কালুকে কষ্ট না দেওয়ার অনুরোধ করেছেন ওই অস্ট্রেলিয়ান ইউটিউবার।
ডামান্ট আরও জানান যে, আমি ভিডিওটি পোস্ট করার পর বাংলাদেশিদের নিকট থেকে এক হাজারেরও বেশি মেসেজ পেয়েছি। তারা নানাভাবেই ওই ঘটনাটির জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি তার বাংলাদেশ সফর সম্পর্কে বলেন যে, আমার বাংলাদেশ সফর ছিল অবিশ্বাস্য সুন্দর। কিন্তু প্রত্যেক দেশে এমন কিছু বীজ থাকবে। এই অল্প কজন মানুষ কোটি হৃদয়, কোটি কেয়ারিং বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করতে পারে না। আমি বাংলাদেশের প্রতিটি অংশকে দেখাতে পেরে, সংস্কৃতিকে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত বোধ করছি।
কিন্তু ওই বৃদ্ধকে কষ্ট না দেওয়ার জন্য অনুরোধ জানান লুক ডামান্ট। তিনি জানান যে ‘আমার অনুরোধ, যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে থাকে এবং তার ফল ভোগ করতে হবে, কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হোন।’
ঢাকায় ঘুরতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করার দায়ে বৃদ্ধ কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আগে অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, বাংলাদেশে এই লোকটি পরিহার করুন।
NRD TV
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited