পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। সফরের শুরুতেই আজ রোববার তিনি বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল এডমিরাল আশরাফকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
পেশাগত ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর ওপর জোর
সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। উভয়পক্ষ নৌবাহিনীর আধুনিকায়ন, সমুদ্র নিরাপত্তা, প্রশিক্ষণ বিনিময় এবং কর্মকর্তা ও নাবিকদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এছাড়া, বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে দু’পক্ষই আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ চলাচল, নৌঅভিযান এবং প্রশিক্ষণ বিনিময়কে সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য কর্মসূচির কথাও আলোচনায় উঠে আসে। সাক্ষাতে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তানের হাই কমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ঢাকা সফরের শুরুতেই এডমিরাল নাভিদ আশরাফ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সফরকালে পাকিস্তান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আইএসপিআর জানিয়েছে।
চট্টগ্রামে পাকিস্তানি যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ এর শুভেচ্ছা সফর
এদিকে, একই সময়ে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে পৌঁছেছে। জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নৌসদস্যরা সফরকালে বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনী ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ পরিদর্শনের সুযোগ পাবেন। এতে দুই দেশের নৌবাহিনী সদস্যদের মধ্যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও অপারেশনাল জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। নৌবাহিনী সূত্র মতে, এই ধরনের সৌজন্য সফর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা
বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, কোর্স, জাহাজ সফর ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সীমিত আকারের যোগাযোগ বজায় রয়েছে। এডমিরাল আশরাফের এবারের সফর দুই দেশের সামরিক সম্পর্কের ধারাবাহিকতা আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে আধুনিক নৌ সক্ষমতা, সমুদ্রপথে শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বিস্তারের সুযোগ তৈরি হবে।
আইএসপিআর জানায়, তিন দিনের এ সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং পাকিস্তানি জাহাজ ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited