প্রবাসীদের ভোটাধিকার দাবি: প্রধান নির্বাচন কমিশনার বরাবর ‘নেবট্রা’র স্মারকলিপি
মিডিয়া ব্যক্তিত্ব নাজিরুল ইসলাম খান
ব্রিটেন, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটির বেশি বাংলাদেশি জীবন-জীবিকা ও পড়াশোনাসহ নানা কারণে প্রবাসী জীবনযাপন করছেন। এই প্রবাসী বাংলাদেশিরা প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দেশের নির্বাচনে এখনো পর্যন্ত এসব প্রবাসী বাংলাদেশির ভোটের অধিকার নিশ্চিত হয়নি।
এ প্রেক্ষাপটে, প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ‘নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা)’-এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনারের কাছে অনলাইন ভোটিংসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।
গত ১৪ অক্টোবর, মঙ্গলবার নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেনের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্মারকলিপিটি হস্তান্তর করে।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি চৌধুরী, মুমিন খান, মোহাম্মদ জুনায়েদ আহমেদ; সহসভাপতি শিপার আহমেদ ও তৈয়বুর রহমান শ্যামল; প্রচার সম্পাদক খালেদ আহমদ; দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন; সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খয়রুজ্জামান; সহদপ্তর সম্পাদক আকমল হোসেন; সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া এবং নির্বাহী সদস্য বশির আহমেদ,সৈয়দ সুমন আহমদ প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্ব নাজিরুল ইসলাম খান ও
স্মারকলিপিতে উল্লেখিত প্রধান পাঁচটি দাবি:
স্মারকলিপিতে নেবট্রা নেতৃবৃন্দ মূলত পাঁচটি দাবি তুলে ধরেন:
১. প্রবাসী ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা।
২. ডাকযোগে বা অনলাইনে ভোটদানের পদ্ধতি বাস্তবায়ন করা।
৩. দূতাবাসভিত্তিক ভোটকেন্দ্রের সম্ভাবনা যাচাই করা।
৪. প্রবাসী ভোটারদের জন্য সচেতনতা ও তথ্য প্রচার কর্মসূচি গ্রহণ করা।
৫. একটি স্থায়ী প্রবাসী ভোটার সেল গঠন করা।
সভার শুরুতে নেবট্রা সভাপতি এম জি কিবরিয়া স্মারকলিপিটি পাঠ করে শোনান। পরে প্রতিনিধিদলের সদস্যরা সহকারী হাইকমিশনারের কাছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চান।
জবাবে সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন এ সংক্রান্ত সরকারের বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন। তিনি অবহিত করেন যে, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন, সেজন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পরিশেষে, সহকারী হাইকমিশনার এবং নেবট্রা নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম নিবন্ধন এবং এনআইডি কার্ডের জন্য আবেদন করার পরামর্শ দেন।
