গুগলের কর্মীরা দীর্ঘদিন ধরে উচ্চ বেতনের পাশাপাশি ফ্রি লন্ড্রি, ম্যাসাজ, খাবার ও ব্যায়ামের নানা সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। যার জন্য প্রতিষ্ঠানটিকে কর্মীদের কাছে কাজের আদর্শ জায়গা হিসেবে পরিণত হয়েছে। কিন্তু খরচ কমাতে সম্প্রতি হাজার হাজার কর্মী ছাঁটাই করে দিয়েছে গুগল। এবার তার সূত্র ধরে কর্মীদের জন্য ফ্রি স্ন্যাকস, ল্যাপটপের মতো সেবা বন্ধের ঘোষণা করেছে এই সংস্থা।
আর্থিক কর্মকর্তা রুথ পোরাট শুক্রবার এক ই-মেইলের মাধ্যমে কর্মীদেরকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
রুথ পোরাটের ই-মেইলে জানানো হয়েছে যে গুগলের ক্যাম্পাসগুলোতে কর্মীদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থাসম্পন্ন যে ছোট ছোট কিচেনগুলো আছে তা বন্ধ করে দেওয়া হবে। সেসব কিচেনে গুগলাররা ফ্রি স্ন্যাকস, এসপ্রেসো এবং পানি পেয়ে থাকতেন। তাছাড়া ল্যাপটপের মতো কর্মীদের ব্যক্তিগত সরঞ্জাম কেনার ক্ষেত্রেও গুগল ভর্তুকি দেওয়া বন্ধ করে দিবে।এরকারণ তারা জানিয়েছে যে ‘আমাদের মতো বড় প্রতিষ্ঠানের জন্য এসব সরঞ্জাম কেনার পেছনে ভর্তুকি দিতে গিয়ে অনেক অর্থ খরচ হয় এবং এটি বন্ধ করলে আমরা অনেক অর্থ বাঁচাতে পারবো।’
শুরু দিকেই এ বছরের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ইঙ্গিত করেছিলেন যে প্রতিষ্ঠানটির অন্তত ৬ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে, যা পরবর্তীতে কার্যকর করা হয়েছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি হিসেবে বর্ণনা করেন এবং পুরো প্রতিষ্ঠান ও কর্মীদেরকে ‘অগ্রাধিকারভিত্তক’ কাজে নিয়োজিত করার ওপর বেশ গুরুত্ব দিচ্ছেন সুন্দর পিচাই।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited