জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই একাধিক দেশের কূটনীতিক প্রতিনিধি গণহারে ওয়াকআউট করেন। শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়।
ভাষণ শুরু করার আগে উপস্থিত প্রতিনিধিদের শান্ত থাকতে আহ্বান জানানো হলেও নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা জানিয়ে কূটনীতিকদের অনেকেই হল ত্যাগ করেন। তবে একই সময় দর্শক সারিতে উপস্থিত তার সমর্থকরা উল্লাসধ্বনি তুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে অধিবেশনে উত্তেজনা বিরাজ করলেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম অব্যাহত থাকে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited