ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আজ (রোববার) গাজার উত্তরাঞ্চল থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে এবং অন্যটি ইসরাইলের দক্ষিণাঞ্চলের ফাঁকা জায়গায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রকেট নিক্ষেপের সময় লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বাজতে থাকে। কিছুক্ষণ পর জানা যায়, একটি রকেট ভূপাতিত হয়েছে এবং অপরটি জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে।
বার্তা সংস্থা এএফপি জেরুজালেম থেকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সিটিতে ইসরাইলি সেনাবাহিনীর তীব্র বিমান ও স্থল আক্রমণের মধ্যে এ ধরনের পাল্টা রকেট হামলার ঘটনা খুবই কম দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
