পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনাগুলো ঘটে বলে শুক্রবার সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান সীমান্তের কাছে দাস্ত এলাকায় আধাসামরিক বাহিনীর একটি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালালে তিন সেনাসদস্যসহ পাঁচজন নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
অন্যদিকে, আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী।
খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে অস্থিতিশীল। বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করছে, বেলুচ জনগণ বৈষম্যের শিকার। এ আন্দোলন দমনে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক অভিযান চালালেও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এতে নির্বিচারে আটক ও গ্রেপ্তারের মতো লঙ্ঘন ঘটছে।
এ মাসের শুরুর দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। সেই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
