মালয়েশিয়ার সাবাহ রাজ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
সোমবার রাজধানী কোটা কিনাবালুর উপকণ্ঠে একটি অস্থায়ী বসতিতে ভূমিধসের ধ্বংসাবশেষ আঘাত হানলে আটজন নিহত হন। এর মধ্যে চারজন শিশু। একই দিনে কোটা কিনাবালু থেকে ১০০ কিলোমিটার দূরে গানা এলাকায় আরও তিনজন মারা যান, যাদের একজন ১০ বছরের শিশু। এছাড়া গত সপ্তাহে পেনামপাং এলাকায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ কাদার নিচে চাপা পড়ে প্রাণ হারান।
প্রবল বর্ষণে নিচু এলাকার দুই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবাহর নিচু এলাকাগুলো মৌসুমি বৃষ্টিতে নিয়মিত বন্যার ঝুঁকিতে থাকে।
পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযান চলছে এবং সহায়তার জন্য সরকারি বিভিন্ন সংস্থা তৎপর হয়েছে। এ কারণে সাবাহ রাজ্য সরকার মালয়েশিয়া দিবসের অনুষ্ঠান বাতিল করেছে।
যদিও বৃষ্টিপাত কিছুটা কমেছে এবং পানি নামতে শুরু করেছে, তবে স্থানীয়রা নতুন করে বর্ষণ শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন।
