ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ব্যক্তি নিহত ও এক শিশুসহ অন্তত নয় জন আহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেন, রাশিয়ার হামলায় এক ব্যক্তি নিহত এবং নয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
এদিকে দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, ওই অঞ্চলের একটি খামারে রুশ সেনাদের হামলায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, “বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।”
পশ্চিমা দেশগুলোর অব্যাহত নিন্দা সত্ত্বেও মস্কো তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করলেও শান্তি সমঝোতার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।
এদিকে ন্যাটোর দুই সদস্য দেশ—পোল্যান্ড ও রোমানিয়া অভিযোগ করেছে, ইউক্রেনে হামলার অংশ হিসেবে রুশ ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এ ঘটনায় দুই দেশই যুদ্ধবিমান মোতায়েন করে। পাশাপাশি পোল্যান্ড বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
বেলারুশ, যেটি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, রুশ সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়াও চালায়। তবে মস্কো এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছে, ড্রোনগুলো রাশিয়ার নয়। রোমানিয়ার ঘটনার পেছনে ইউক্রেনের “উসকানি” রয়েছে বলেও উল্লেখ করেছে রাশিয়া।
