ইসরাইল সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি হামলার সমালোচনা করার পর তিনি এ মন্তব্য করেন।
বুধবার এক ইসরাইলি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানন বলেন, “আমরা সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করি না। তবে যুক্তরাষ্ট্র আমাদের অসাধারণ সমর্থন দিয়ে আসছে, আমরা এর প্রশংসা করি। মাঝে মাঝে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই এবং সেসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে জানাই।”
তিনি আরও বলেন, “এটি কাতারের ওপর আক্রমণ ছিল না, বরং হামাসের ওপর হামলা। আর সেই সিদ্ধান্ত সঠিক ছিল।”
জেরুজালেম থেকে এএফপি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিরল সমালোচনার পর ইসরাইলি পক্ষ থেকে এটি ছিল সরাসরি প্রতিক্রিয়া।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited