রাশিয়া এক রাতে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দেশটিতে অন্তত ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
বিমান বাহিনীর দাবি, এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা। এক টেলিগ্রাম পোস্টে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো মোট ৮১৮টি আক্রমণকারী বিমান যান শনাক্ত ও ট্র্যাক করেছে। এর মধ্যে ৭৪৭টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে।
বিমান বাহিনীর ভাষ্যমতে, এত বড় আকারে সমন্বিত হামলা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। তবে বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হওয়াকে তারা বড় সাফল্য হিসেবে দেখছে।
সব মিলিয়ে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মাঠে এটি এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
