থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী হন।
ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন পার্লামেন্টে ৩১১ ভোট পান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ফেউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরি পান ১৫২ ভোট। প্রধানমন্ত্রী হতে ন্যূনতম ২৪৭ ভোটের প্রয়োজন ছিল। ভোটদানে বিরত থাকেন ২৭ জন সদস্য। ফলে বিপুল ভোটে এগিয়ে থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন আনুতিন চার্নভিরাকুল।
প্রক্রিয়া অনুযায়ী, রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগ পাওয়ার পর আনুতিন ও তার সরকার কয়েক দিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন।
