আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৬০০ জন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তালেবান প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৮৪ হাজার মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু গ্রাম সম্পূর্ণ ধসে পড়েছে। বিশেষ করে কুনার প্রদেশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ; সেখানে প্রায় ৯৮ শতাংশ বাড়িঘর ধসে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আলিম জান বলেন, “আমাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে শুধু শরীরের কাপড়টুকুই অবশিষ্ট।”
ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তহবিল সংকট, তালেবান সরকারের কড়াকড়ি নীতি এবং সীমিত আন্তর্জাতিক সহযোগিতার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, হাজারো বেঁচে যাওয়া মানুষ বর্তমানে খাদ্য, আশ্রয় ও চিকিৎসার সংকটে রয়েছেন। দ্রুত সহায়তা না পেলে আক্রান্ত এলাকায় বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
