লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ পরিচালিত একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।” বিবৃতিতে আরও জানানো হয়, এই স্থাপনার মধ্যে ভূগর্ভস্থ অবকাঠামোও অন্তর্ভুক্ত ছিল। ইসরাইল দাবি করছে, এই ধরনের সামরিক স্থাপনা লেবানন ও ইসরাইলের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন।
উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা চলে আসছে। গত বছর এটি দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নেয়। যদিও নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর লেবাননের সেনাবাহিনী ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভাঙার কাজ চলছে, তবুও ইসরাইল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত এই হামলা চলবে।
