কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশ্বের ৩০ কোটি পূর্ণকালীন কর্মী চাকরি হারাবেন। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং সংস্থা গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদন এমনটাই দাবি তাদের।
কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোট কাজের এক-চতুর্থাংশ কাজ সেরে ফেলতে পারে নিমিষেই। তাছাড়া এই কারণে নতুন চাকরি ও উত্পাদনশীলতাও বৃদ্ধি পেতে পারে।এবং বিশ্বব্যাপী উত্পাদিত পণ্য ও পরিষেবার মোট বার্ষিক মূল্য ৭ শতাংশ বাড়িয়ে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা।
বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার এ ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক প্রতিষ্ঠান এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিভিন্ন কাজ করে যাচ্ছে। অনেকের ধারণা ছিল, প্রযুক্তি মানুষের কাজ কেড়ে নেবে অচিরেই জেনারেটিভ এআই প্রযুক্তি এখনও বহুলাংশে মানুষের ওপর নির্ভরশীল আছে। জেনারেটিভ এআইয়ের কনটেন্টকে এখন মানুষের তৈরি কনটেন্ট থেকে আলাদা করা যায়। এটাই সবচেয়ে বড় অগ্রগতি বলে নিশ্চিত করা হয়েছে ওই প্রতিবেদনে।
যুক্তরাজ্য-ভিত্তিক দ্য রেজলুশন ফাউন্ডেশন থিঙ্কট্যাংকের প্রধান নির্বাহী টরস্টেন বেল জানিয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দীর্ঘমেয়াদি প্রভাব অত্যন্ত অনিশ্চিত ছিল। তাই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যদ্বাণীকে খুব বড় করে দেখার তেমন কিছু নেই।
Source:
NRD NEWS
Via:
NRD TV










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited