ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এছাড়া মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ১৯ জন এবং অনাহার ও অপুষ্টিতে আরও চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলা চালানো হয়। চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ত্রাণের সন্ধানে যাওয়া সাধারণ মানুষও ছিলেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, গাজা নগরীতে সেনা অভিযান যুদ্ধের ‘নতুন ও ভয়াবহ ধাপের সূচনা’। তিনি সতর্ক করেন, এই আক্রমণে লাখো বেসামরিক মানুষ আবারও বাস্তুচ্যুত হতে পারেন।
ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা যোদ্ধা ও তাদের অবকাঠামোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। সেনাবাহিনী জানায়, গত দুই দিনে অন্তত তিনজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার খবরে বলা হয়, বৃহস্পতিবার নিহতদের মধ্যে খানের ইউনিসে বাস্তুচ্যুতদের এক তাঁবু শিবিরে আশ্রয় নেওয়া এক নারী ও তার শিশুও ছিল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুই শিশুসহ চারজন অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। চলমান যুদ্ধের মধ্যে ক্ষুধাজনিত কারণে এখন পর্যন্ত মোট ৩১৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১২১ শিশু।
