ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবানন যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে ইসরাইল ধাপে ধাপে তাদের সেনা প্রত্যাহার করবে। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, এ ক্ষেত্রে ইসরাইল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত।
এএফপি জানায়, গত বছর ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরুর পর লেবাননের সেনাবাহিনী দক্ষিণ সীমান্ত অঞ্চলে মোতায়েন রয়েছে এবং তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
চলতি মাসের শুরুতে লেবাননের মন্ত্রিপরিষদ সেনাবাহিনীকে এ বছরের মধ্যেই হিজবুল্লাহ নিরস্ত্রকরণ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। তবে এ বিষয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে বৈরুত। অন্যদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং জানিয়েছে, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এসব হামলা চলবে। বর্তমানে দেশটি লেবাননের পাঁচটি কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে আমরা লেবাননের পাশে আছি। দুই দেশের নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য ইসরাইল একসাথে কাজ করতে চায়।” তিনি লেবানন সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোকেও স্বীকৃতি দেন।
উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধ পরবর্তী সময় থেকে হিজবুল্লাহ লেবাননে অস্ত্র বহন করছে। গত বছরের যুদ্ধে তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়লেও এ মাসের শুরুতে সংগঠনটির নেতা নাইম কাসেম লেবানন সরকারের নিরস্ত্রকরণ পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
