নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ার মোহাম্মদ আবুল কাশেম বাঙালী সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) বাদ আসর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যুর খবর পান স্বজনরা।
মোহাম্মদ আবুল কাশেম বাঙালী মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
জানা গেছে, গত ৩০ মে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে পৌঁছানোর তিন দিন পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মূল হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারলেও আনুষঙ্গিক কিছু কার্যক্রম স্বশরীরে সম্পন্ন করতে পারেননি। একপর্যায়ে অসুস্থতা বাড়লে ৮ বা ৯ জুন তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সৌদি প্রবাসী কেন্দুয়ার মো. শাহ আলম ভূঞা জানান, তিনি মক্কা সেন্টার ক্লিনিকে দুই মাস ভর্তি ছিলেন। তিনি আরও বলেন, প্রায় ৯৯ শতাংশ হজযাত্রী মৃত্যুর পর সৌদি আরবেই দাফন করা হয়ে থাকে।
এ বিষয়ে মরহুমের ছেলে বায়েজিদ বাঙালী মুঠোফোনে জানান, হজে যাওয়ার পর থেকেই বাবা অসুস্থ ছিলেন। মূলত তিনি গতকাল (৭ আগস্ট) মারা গেলেও আমরা খবর পেয়েছি আজ। বাবাকে সৌদি আরবেই সমাধিস্থ করা হবে।