কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল দিয়ে খুব সহজেই বোঝা যাবে কারা চ্যাটজিপিটি দিয়ে অ্যাকাডেমিক লেখা লিখে নিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্যই প্রকাশ পেয়েছে।
চ্যাটজিপিটি মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ ম্যাশিনের মাধ্যমে লেখা প্রস্তুত করে থাকে। তাই আশঙ্কা ছিল গবেষণা কিংবা শিক্ষাক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অনেক কিছুই করা সম্ভব হবে । কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল ব্যবহার করলে তা সহজেই শনাক্ত করে নেয়া যাবে।
প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিটার কটন জানিয়েছেন যে ‘জটিল গঠনের হলেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয়ের জন্য নানা সমস্যা তৈরি করে দিচ্ছে।
এরপরও এটা ব্যবহার করে কিছু সামান্য অ্যাকাডেমিক সুবিধাই আদায় করে নেয়া যাবে তবে বেশি কিছু করা যাবে না।
NRD TV. এন আর ডি নিউজ অসহায়দের কথা বলে
Source:
NRD NEWS
Via:
NRD TV










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited