ডেস্ক নিউজ ঃ
ইউক্রেনীয় সামরিক বাহিনীর ড্রোন হামলায় কেন্দ্রীয় মস্কোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে এতে একটি বিস্ফোরণ হয়েছে যার শব্দ শহরজুড়ে শোনা গেছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছেন, শুক্রবার ভোরে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। ঐ ড্রোনের ধ্বংসাবশেষ সিটির এক্সপো সেন্টারে পড়েছে।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশচুম্বী ভবনগুলোর পাশে ঘন ধোঁয়া উড়ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো এবং মস্কো অঞ্চলে লক্ষ্য করে স্থানীয় সময় ভোর চারটা নাগাদ ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে।
টেলিগ্রামে দেওয়া পোস্টে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র দিয়ে মানবহীন আকাশযান প্রতিহত করা হয়েছে। এতে তার গতিপথ পরিবর্তন হয়ে অনাবাসিক ভবনে পড়েছে।
মস্কোর মেয়র জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবা অবস্থান করছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলেছে, এক্সপো সেন্টারের প্যাভিলিয়নের দেওয়াল এতে আংশিক ধসে পড়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৪১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited