এন আর ডি ডেস্ক নিউজ ঃ
সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সেনাসদস্য ছিল। রোববার (২৩ জুলাই) দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে পোর্ট সুদান বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
সুদান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে ৯ জন মারা গেলেও তবে বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বিমান বিধ্বস্ততের কারণ হিসেবে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে দেশটিতে একমাত্র পোর্ট সুদান বিমানবন্দরটিই সচল রয়েছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার মানুষের প্রাণহানি হয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited