দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে, যা প্রায় ২০০-তে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। শুধু সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৭৬ জনের, যা মোট মৃত্যুর ৩৮ শতাংশের বেশি।
আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী:
- গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
- শুধুমাত্র সেপ্টেম্বরেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন।
- চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৭ হাজার ৪৩২ জন।
- বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৩৪৮ জন; এর মধ্যে ঢাকায় ৭৭৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৭৫ জন।
কোন বয়সীরা বেশি ঝুঁকিতে?
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে:
- সবচেয়ে বেশি আক্রান্ত ২১–৩০ বছর বয়সীরা (সংখ্যা প্রায় ৯,৫০০)।
- আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী।
বিশেষজ্ঞদের মতে, কর্মজীবী ও চলাফেরায় সক্রিয় থাকায় এ বয়সসীমার মানুষ বেশি ঝুঁকিতে পড়ছেন।
মাসভিত্তিক আক্রান্ত ও মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সেপ্টেম্বর ছিল সবচেয়ে বিপজ্জনক মাস।
- জুলাই মাসে ভর্তি রোগী ছিলেন ১০,৬৮৪ জন, মৃত্যু হয় ৪১ জনের।
- আগস্টে ভর্তি রোগী ১০,৪৯৬ জন, মৃত্যু ৩৯ জনের।
- সেপ্টেম্বরে ভর্তি রোগী ১৫,৮৬৬ জন, মৃত্যু ৭৬ জনের।
- অন্যদিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যু ছিল তুলনামূলক কম।
চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতামত
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন,
“ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধযোগ্য, কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এভাবে মৃত্যু হওয়া সরকারের চরম ব্যর্থতা।”
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার সতর্ক করে বলেন,
“এ বছর টানা বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ অক্টোবরেও অব্যাহত থাকতে পারে। সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি এলাকাভিত্তিক মশা নিয়ন্ত্রণ জরুরি।”
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন,
“থেমে থেমে বৃষ্টি এবং মশকনিধন কার্যক্রমের দুর্বলতার কারণে সংক্রমণ বাড়ছে। কয়েক সপ্তাহ পরিস্থিতি আরও অব্যাহত থাকতে পারে।”
সতর্কতা ও সম্ভাব্য পরিস্থিতি
বিশেষজ্ঞদের মতে, অক্টোবরেও সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited