সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি মাসে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে এবং এ বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭০ জন।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন রয়েছেন।
এছাড়া বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ১৭১ জন রোগী। এর মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ২০ জন, হবিগঞ্জে ৯৬ জন এবং কিশোরগঞ্জ থেকে সিলেটে আসা ১ জন।
তবে চলতি বছর সিলেটে ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited