গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) জানানো হয়েছে।
মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। ঢাকার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৭৩ জন ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৫৮, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১২৬, চট্টগ্রামে ১০৬, রাজশাহীতে ৩৫, রংপুরে ৫, ময়মনসিংহে ৩০ এবং খুলনায় ৪১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু এবং ৪৩,৮৪১ জনের হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশবাসীকে সতর্ক করে জানিয়েছে, অতিরিক্ত পানি জমা ও মশার প্রজনন স্থান দ্রুত পরিষ্কার করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে ঘর ও আশেপাশের এলাকায় নিয়মিত পানি নিষ্কাশন, মশারি ব্যবহার ও ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য বলে মনে করা হচ্ছে।
