দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে রেকর্ড ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৭ জন, ঢাকার বাইরে বিভাগগুলোতে ভর্তি হয়েছেন বরিশালে ১৬৫ জন, ঢাকার অন্যান্য জেলায় ১৪৭ জন, চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন এবং রংপুরে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন।
