সাড়ে তিন হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দিয়ে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সিনিয়র স্টাফ নার্স হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত নার্সদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ফরম্যাটে যোগদানপত্র জমা দিতে হবে।
চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দুটি বন্ড সম্পাদন করতে হবে—
১. শিক্ষানবিশকাল বা শিক্ষানবিশ শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে সরকার প্রদত্ত বেতন-ভাতা ও প্রশিক্ষণ ব্যয় ফেরত দিতে হবে।
২. চাকরিজীবনে নিজে বা পরিবারের জন্য কোনো ধরনের যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না।
এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম, পিএমআইএস ফর্ম ও সম্পদ বিবরণী ফর্ম পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এসব নার্সের বদলি ও পদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ১০ম গ্রেডভুক্ত নার্সদের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
