সহকর্মীদের কাঁদিয়ে নেত্রকোণার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও নৃত্য প্রশিক্ষক সাব্বির রায়হান রতন (৩৬) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শহরের শিবগঞ্জ রোডের বাসিন্দা সাব্বির রায়হান রতন আমৃত্যু জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রবিবার বিকেলে নেত্রকোনার সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদপুর ব্রীজ সংলগ্ন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited