এস.এম রুহুল তাড়াশী
স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের গ্রোয়ালগ্রামের রবিউল ইসলাম মুরগি ও কোয়েল খামার করে স্বাবলম্বী হয়েছেন। ২০০৫ সালে কাঠমিস্ত্রির কাজ দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে পোল্ট্রি খামার করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ২ হাজার মুরগি দিয়ে শুরু করে এখন তার খামারে রয়েছে প্রায় ৭ হাজার মুরগি।
রবিউলের খামারে চারজন নারী ও দুইজন প্রতিবন্ধী শ্রমিক কাজ করছেন। খামারের পাশাপাশি তিনি মাছ, ধান ও সবজি চাষও করছেন। ২০২৩ সালে উপজেলা যুব দিবসে সম্মাননা স্বারক পেয়েছেন তিনি।
মুরগির বিষ্ঠা ব্যবহার করে পরিবেশবান্ধব বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছেন রবিউল, যা তার পরিবারের পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িতেও সরবরাহ করা হচ্ছে। তিনি ভবিষ্যতে পশুপালন, নকশী কাঁথা ও হস্তশিল্প প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানে এগিয়ে যেতে চান।
