এন আর ডি ডেস্ক নিউজ ঃ
পাকিস্তানের পাঞ্জাবে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে মারাত্মক অগ্নিকাণ্ডে একই পরিবারের ১০ জন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র সাত মাস ছিলো।
পাকিস্তানি বার্তাসংস্থা জিও নিউজ বুধবার এ খবর জানিয়েছে।
জিও নিউজ জানায়, বুধবার ভোরে লাহোরের ভাটি গেট এলাকায় একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে মারাত্মক অগ্নিকাণ্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী, অন্য দুই নারী, পাঁচ শিশু এবং সাত মাসের একটি শিশু রয়েছে। এ ঘটনায় পরিবারের মাত্র একজন সদস্য ভবন থেকে লাফিয়ে পরে প্রাণঘাতী আগুন থেকে বাঁচতে সক্ষম হয়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, যে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। তারা জানান, ধোঁয়া বের হওয়ার জন্য বাড়িতে কোনো ভেন্টিলেটর ছিলো না।
নিহতদের মধ্যে একজন আদিলের বাবা জিও নিউজকে বলেন, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল। কিন্তু তিনি পৌঁছানোর আগেই সবাই মারা যায় বলে জানান তিনি।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, উদ্ধারকারী দল জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।
এদিকে, পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি বিষয়টি সম্পর্কে লাহোর কমিশনারের কাছে প্রতিবেদন চেয়েছেন। তিনি বিষয়টির ব্যাপক তদন্তের নির্দেশ দেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited