শাবিপ্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তৈরি করেছে ওয়াইফাই আইপিএস। যা বিদ্যুৎ চলে যাবার ২৪ ঘন্টা অবধি ওয়াইফাইকে সচল রাখবে। প্রকল্পের পরীক্ষামূলক ব্যবহার শেষে এখন সেটি বাণিজ্যিক ভাবেও সবার সামনে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্ভাবক।
মঙ্গলবার (২৭ জুন) এসব বিষয় জানান উদ্ভাবকদের একজন হাফিজুর রহমান সিপার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। এ প্রকল্পে অপর উদ্ভাবক হলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল আলী।
সিপার জানান, আপনি যদি বাড়ি থেকে কাজ করেন এবং মসৃণ কর্মপ্রবাহের জন্য একটি Wi-Fi সংযোগের উপর নির্ভর করেন, তাহলে আপনার সম্ভবত একটি পাওয়ার ব্যাকআপ থাকা উচিত যাতে আপনার কাজ কোনও ভাবে থেমে না যায়। যেমন, একটি জুম মিটিংয়ে চলছে বা একটি গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিম ইভেন্ট দেখছেন। এর মধ্যেই বিদ্যুৎ। সব পণ্ড! এটি শুধুমাত্র কাজের ক্ষেত্রেই নয়, আপনি হাই কোয়ালিটি Netflix স্ট্রিম করতে পারবেন না কারণ আপনার Wi-Fi রাউটার বিদ্যুৎ বিভ্রাটের সময় বন্ধ হয়ে যাবে।
প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে সিপার জানান, এটির ডায়াগ্রাম ডিজাইন সম্পূর্ণ আমাদের নিজেদের। যা ১০ বছর এর বেশী সময় ব্যবহার করা যাবে কারণ সব অরজিনাল পার্টস ব্যবহার করা হয়েছে। বাসায় সৌর বিদ্যুৎ থাকলে, বিদ্যুৎ চলে গেলে সৌর বিদ্যুৎ থেকে রাউটার ও অনু এনার্জি পাবে৷ আবার বিদ্যুৎ আসলে সৌর বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট হয়ে হয়ে বিদ্যুৎ দিয়ে চলবে৷ এক কথায় ২৪ ঘন্টা ওয়াইফাই চলবে। যাদের বাসায় বিদ্যুৎ নাই তাদের ক্ষেত্রে এক্সট্রা ব্যাটারি থাকবে। বিদ্যুৎ থেকে চার্জ হবে আবার বিদ্যুৎ চলে গেলে সেই ব্যাটারি থেকে এনার্জি নিয়ে চলবে। এক এক রাউটার এবং অনু আলাদা ভোল্টেজে এবং আলাদা কারেন্টে চলে সেজন্য সকল প্রকার রাউটার অনু চালানোর জন্য আলাদা ভোল্টেজ ও কারেন্ট এর পোর্ট থাকবে।
সিপার আরও জানান, পরীক্ষামূলক ব্যবহার শেষ। কয়েকটি আইপিএস বিক্রি করা হয়েছে। সামনে এটিকে বাণিজ্যিকভাবে প্রসার করার কথাও চিন্তা করছেন তারা। প্রাথমিকভাবে এর সৌরপ্যানেলের মাধ্যমে ইউজ করা আইপিএসের মূল্য ১২০০ টাকার কাছাকাছি ও আলাদা ব্যাটারি মানে যাদের বাসায় সৌর প্যানেল নেই তাদের জন্য ব্যাটারিসহ দুইহাজার টাকার মত ব্যয় করতে হবে এটিকে ক্রয় করার জন্য।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited