রোহনপ্রীতের সঙ্গে ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।
শোনা যাচ্ছিল, নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছে। সম্প্রতি গায়িকার জন্মদিনের সেলিব্রেশনে যেন সেই আভাস পাওয়া গেল।
গত ৬ জুন ছিল নেহা কক্করের জন্মদিন। জীবনের বিশেষ দিনটি পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিপরীতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই গুঞ্জন ওঠে—ভেঙে গেল রোহনপ্রীত ও নেহার সম্পর্ক!
এ গায়িকা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা।
এরপর করোনাকালে ‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েক দিনের প্রেমের পরই বিয়ে করেন তারা। আর এবার সেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited