গত বছরের জুনে জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙে যায় শাকিরার। এরপর অনেকটাই ভেঙে পড়েন তিনি। এবার শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।
ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটনের সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে এই সংগীত তারকাকে। রবিবার স্পেনে শাকিরা ও হ্যামিলটনকে ডিনার ডেটে দেখা গেছে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে।
এফ ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সের সাফল্য উদযাপন করতে রবিবার বেশ কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে ডিনারে গিয়েছিলেন হ্যামিলটন। সেখানেই শাকিরাকে জড়িয়ে ধরে রাখতে দেখা গেছে হ্যামলটনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেও ফেলেছেন, ‘ল্যাটিনা’ গার্লফ্রেন্ড খুঁজছেন তিনি।
গত মাসে প্রথমবার শাকিরার সঙ্গে হ্যামিলটনকে দেখা গেছে। তখন থেকেই ভক্তরা মনে করছেন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। তবে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited