বিনোদন ডেস্ক:: চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন হলিউড অভিনেতা আল পাচিনো।আর এক মাস পরেই ৮২ বছর বয়সী এই অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ সন্তানের জন্ম দেবেন।
২৯ বছর বয়সী নুরের সঙ্গে ২০২২ সালের এপ্রিল থেকে প্রেমের সম্পর্কে আছেন ‘গডফাদার’ তারকা আল পাচিনো। এটি এই জুটির প্রথম সন্তান। নুর পেশায় সিনেমার প্রযোজক।
আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষণ জ্যান ট্যারান্ট। অভিনেতার আরো এক সাবেক প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার জন্ম দিয়েছেন।
আল পাচিনো গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’র মতো হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।
Source:
NRD NEWS
Via:
NRD TV










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited