বিনোদন ডেস্ক: সোফিয়া হায়াত। বিগ বস সিজন ৭-এর প্রতিযোগী। কখনও তিনি সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন, কখনও শোবিজ দুনিয়া ছেড়ে সন্ন্যাস গ্রহণের কথা ঘোষণা করেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পেটের কাটা দাগ দেখালেন সোফিয়া। প্যান্টের চেন খুলে নাভি বরাবর অপারেশনের কাটা দাগ গর্বের সঙ্গে দেখিয়ে জানালেন, অস্ত্রোপচার করাতে হয়েছে তার। সঙ্গে শেয়ার করলেন তার সেরে উঠার জার্নিও।
অভিনেত্রীর কথায়, গত কয়েক মাস ধরে তিনি পেটের যন্ত্রণায় এতটাই কাতর ছিলেন যে ঠিকভাবে হাঁটতে, হাঁচি দিতে এমনকি ঠিক মতো প্রস্রাব করতেও পারছিলেন না।

অভিনেত্রী জানিয়েছেন, তার পেটে একটি বিরাট আকারের সিস্ট ধরা পড়ে। সিস্টটি দৈর্ঘ্যে ৭ সেন্টিমিটার। সেটির কারণেই চরম দুর্ভোগের শিকার হন। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। অপারেশনের পর তিন সপ্তাহ বিছানাতেই ছিলেন তিনি, একটু একটু করে সেরে উঠছেন।
সোফিয়া জানান, ‘আমি খুব গর্বিত যে আমার শরীরে আবার পুরোনো জীবনীশক্তি ফিরে এসেছে। একটা সময় তো আমার মনে হচ্ছিল নাড়ি-ভুঁড়ি সব বেরিয়ে আসবে। এখন আমি ধীরে ধীরে সেরে উঠছি। আমার পেটের ভেতর থেকে ৭ সেন্টিমিটার লম্বা একটি সিস্ট বার করা হয়েছে।’
আফসোস করে সোফিয়া জানান, অসুস্থতার সময় পরিবারের কোনো সদস্য তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি। তবে তার প্রতিবেশিরা তাকে সাহায্য করেছে।
অভিনেত্রী জানান, হাসাপাতলে ৫ দিন ভর্তি ছিলেন তিনি, এরপর ৩ সপ্তাহ একদম শয্যাশায়ী থাকতে হয়েছে। প্রতিবেশি ও পরিচারিকা এই কঠিন সময়ে তাকে সব রকমভাবে সাহায্য করেছে।
সোফিয়ার কথায়, কঠিন পরিস্থিতিতেই তিনি উপলব্ধি করেছেন কারা তার আসল বন্ধু আর কারা স্বার্থপর। পরিবারের অসহযোগিতা এবং উদাসীনতা মন ভেঙেছে সোফিয়ার। পরিবারের লোকজনদের এত বছর ধরে আর্থিক সাহায্য করে আসলেও দুঃসময়ে কাউকেই পাশে পাননি বলে ক্ষোভ উগরে দিলেন সোফিয়া।
প্রাক্তন বলিউড নায়িকা তথা পরিচালক মোহিত সুরির পত্নী উদিতা গোস্বামী কিন্তু ভোলেননি পুরোনো বন্ধুকে। অসুস্থ সোফিয়ার সব রকমভাবে পাশে থেকেছেন তিনি। সোফিয়া এমনটাও জানান, তাকে নিজের বাড়িতে এনে রাখতে চেয়েছিলেন উদিতা।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited