বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের একটি বক্তব্যের পরেই তার নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জায়েদ খান হও।তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হবো, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, ‘তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামী করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান।’
তিনি আরও জানান, ‘রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়।’ জায়েদের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। এবার সেই আলোচনাতেই গা ভাসালেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ভক্তরাও শবনম ফারিয়ার এই ক্যাপশন বেশ ভালোভাবে গ্রহণ করেছেন।তাদের মধ্যে অনেকেই মজা করে এই অভিনেত্রীর জীবনে জায়েদ খান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited