দশ বছর আগে মুক্তি পাওয়া সুপারহিট ‘দৃশ্যম’ সিনেমার রিমেক নির্মাণ করতে যাচ্ছে কোরিয়া। এতে অভিনয় করবেন অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো। কোরিয়ান প্রযোজনা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গতকাল রবিবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা করা হয়। কোরিয়ান সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জে চোই জানান, সিনেমাটি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পরিচালক কিম জি-উন তৈরি করবেন আর ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো থাকবেন মুখ্য ভূমিকায়।
২০১৩ সালে মালায়লাম ভাষায় ‘দৃশ্যম’ তৈরি করেছিলেন পরিচালক জিতু জোসেফ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা মোহনলাল। এরপর প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ২০১৫ সালে একই নামে হিন্দিতে ছবিটি রিমেক করেন। তাতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। দুই ভাষাতেই সিনেমা দুটি হয়েছিল সুপারহিট। তারপর এসেছে সিক্যুয়েল, সেগুলোও বক্স অফিসে ব্যবসাসফল।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited