শুটিং শেষ করে বাইকে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি ট্র্যাক তার মোটরবাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটি ভেঙে যায়।
ঘটনায় গুরুতর জখম হন সুচন্দ্রা। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।






সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited